নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬

আ’লীগ নেতা সালাম চেয়ারম্যানের সহযোগী সফিক গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩২, ৩ জানুয়ারি ২০২৬

আ’লীগ নেতা সালাম চেয়ারম্যানের সহযোগী সফিক গ্রেফতার

মদনপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মদনপুরের আলোচিত আওয়ামীলীগ নেতা তথা বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামের অন্যতম সহযোগী সফিকুল ইসলাম ওরফে সফিক (৪৫ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার সন্ধ্যা ৭টায় থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, কামতাল  পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন ও সঙ্গীয়ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত সফিক  (৪৫) বন্দর থানার কেওঢালা এলাকার চান মিয়া ছেলে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গ্রেফতারের পর পরই সফিককে বন্দর থানায় সোপর্দ করা হয়।

 

সম্পর্কিত বিষয়: