সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) বাদ জোহর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়ার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বন্দর ২২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর,জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি,বন্দর থানা যুবদল নেতা ছানোয়ার,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধান,রিপন মিয়া,জাকির মিয়া,বাদল,রমজান প্রমূখ।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদল নেতা হানিফ বলেন,সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রয়ানে আমি নেত্রীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। বিগত স্বৈরাচারী সরকারের দোসর দ্বারা আমি অমানুষিক নির্যাতনের শিকার হয়েছি।
প্রান বাঁচাতে দেশ ত্যাগ করে প্রবাসে মানবেতর জীবন যাপন করেছি। আমাকে না পেয়ে স্বৈরাচারের দোসররা আমার বাড়িতে নানা ভাবে হয়রানী করেছে। ৫ আগষ্ট ছাত্রদের প্রবল আন্দোলনের মূখে স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর দেশে আসি।
আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান সৃষ্টিকর্তা তাকে যেন বেহেশতে নসিব করেন।


































