নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার   

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৫, ৪ জানুয়ারি ২০২৬

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার   

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার কেওঢালা এলাকার আলেক চাঁন মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম (৪৭) ও একই এলাকার আফাজ উদ্দিন মিয়ার ছেলে ধামগড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেল (৩৫)।

ধৃতদের রোববার (৪ জানুয়ারী)  দুপুরে  বন্দর থানার দায়েরকৃত পৃথক ২টি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৩ জানুয়ারী)  বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃত শফিকুল ইসলাম মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামের ঘনিষ্ঠ সহযোগী ও অপরধৃত রাসেল ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাছুমের ভাতিজা বলে জানা গেছে।

মামলার  তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম ও রাসেলে   সম্পৃক্ততা থাকার অপরাধে এদেরকে  গ্রেপ্তার করে পৃথক  মামলায় তাদের আদালতে পাঠানো হয়।