নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজিবের দোয়া ও মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ৪ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজিবের দোয়া ও মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও “ধানের শীষের পক্ষে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি রয়েল কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আর ঘরে বসে থাকার সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান তারা।

‎বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করবো।

‎অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স-হসভাপতি রওশন আলী মেম্বার, সহ-সভাপতি ডিএইচ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম নুরুন্নাহার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম প্রধান, জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব সোহেল রহমান, ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বাবুল প্রধান, থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, মহিলা দল নেত্রী দিপালী আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: