জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিদ্ধিরগঞ্জ থানা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটিতে নতুন দুইজন সদস্যকে যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সদস্যরা হলেন- ১. মোঃ মোস্তফা এবং ২. ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম। উভয়কে যুগ্ম আহ্বায়ক পদে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ স্বপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন এক যৌথ বিবৃতিতে নতুন সদস্যদের স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা সংগঠনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, নবনিযুক্ত সদস্যরা তাদের বক্তব্যে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের এই অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


































