নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ৪ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবি

সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় একটি সন্ত্রাসী চক্রের অপকর্পের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিন যুবক আহত হওয়ায় ভুক্তভোগী জাকির হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আউলাবন এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আসলাম (৩৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো: হীরা (২১), হেলাল ওরফে হেলুর ছেলে আশিক (২০) ও হেলালের স্ত্রী আমেনা (৪৫)।

এ ঘটনায় আহতরা হলো, জাকির হোসেনের বড় ছেলে মো: শরীফ (২৬), ছোট ছেলে আব্দুল্লাহ আল সিয়াম (২০) ও তার বোন ফতে (৪০)।

অভিযোগে ভুক্তভোগী মো: জাকির হোসেন উল্লেখ করেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী, দাঙ্গাবাজ, চাঁদাবাজ ও উশৃঙ্খল প্রকৃতির লোক। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ভয়ে কেউই কিছু বলতে সাহস পায় না।

তারা এলাকার যুবকদের নানা প্রলোভনে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায় করে। তার ছেলে আব্দুল্লাহ আল সিয়ামকে দীর্ঘদিন যাবৎ ফাঁদে ফেলে তার ও তার পরিবারের ক্ষতিসাধণের চেষ্টা করছে।

অভিযুক্ত আসলাম গত ৮ মাস আগে তার ছেলেকে ছল চাতুরির মাধ্যমে বাসায় ডেকে নিয়ে যায় এবং তাহার স্ত্রীর সাথে যৌন আকাঙ্খা পূরণের প্রস্তাব দেয়। তার ছেলে তাদের এরূপ আচরণে তৎক্ষনাত বাসা হতে কৌশলে চলে এসে তাকে ঘটনার বিষয়ে অবগত করে। 

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, নাসিক ৪ নং ওয়ার্ডের আউলাবন এলাকায় জাইফা এন্টারপ্রাইজ নামে তার একটি চাউলের আড়ৎ আছে। গত বছরের ২৫ সেপ্টেম্বর অভিযুক্ত আসলাম উক্ত ঘটনার জেরে তার চাউলের আড়তের সামনে এসে তাকে হত্যার হুমকি- ধমকি প্রদর্শন করে এবং ব্ল্যাকমেইল করে মানাহানী করার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।

তাদের দাবীকৃত চাঁদা প্রদানে অপরাগতা প্রকাশ করায় অভিযুক্ত আসামীরা যেকোন সময় তার ও তার পরিবারের সদস্যদের গুম, খুন, হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় তিনি বিজ্ঞ আদালতে ২টি মামলা দায়ের করে। সি আর মামলা নং- ৪১৪/২০২৫, ৪১৭/২০২৫। মামলা দায়েরের পর তারা আরো ক্ষিপ্ত হয়ে পরে।

তারই জের ধরে গত বছরের ৩০ নভেম্বর তার ভুক্তভোগী ছেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাওয়ার জিমে ব্যায়াম করার উদ্দেশ্যে যাওয়ার সময় অভিযুক্ত সালাম, হীরা ও আশিকসহ অজ্ঞাতানামা ৫/৬ জন সন্ত্রাসী তার ছেলেকে অপহরণের উদ্দেশ্যে কালো রংয়ের একটি হাইয়েস গাড়ি দিয়ে তার ছেলেকে টানা হেচড়া করে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তার ছেলের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

অভিযোগে ভুক্তভোগী জাকির হোসেন আরো উল্লখ করেন, সর্বশেষ চলতি বছরের গত ১ জানুয়ারী সকাল ১১ টায় তার ছেলে আব্দুল্লাহ আল সিয়াম বাড়ির সামনের রাস্তায় বের হলে অভিযুক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ছুড়ি, রামদা, কাঠের ডাসা, লাঠি-সোটা হাতে নিয়ে তার ছোট ছেলের উপর পরিকল্পিতভাবে আক্রমন করে। এসময় তার ছেলেকে এলোপাথারি মারধর করে আহত করে।

তখন তার ছোট ছেলের ডাক চিৎকারে তিনি, তার বড় ছেলে শরিফ ও আমার বোন ফতে ঘটনাস্থলে এসে তার ছেলেকে উদ্ধারে চেষ্টা করিলে অভিযুক্তরা তাদেরকেও মারধর করে গুরুতর জখম করে। এসময় আহতদের উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতাল নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহতাব উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।