নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬

নাগবাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ টাইমস :

প্রকাশিত:১৭:২৪, ১ জানুয়ারি ২০২৬

নাগবাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের নাগবাড়ি এলাকায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও নারায়ণগঞ্জ শহরের  তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ি'র ভাড়াটিয়া। 

 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সাথে জড়িত রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত বিষয়: