ফতুল্লা থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সালাউদ্দিন আহমেদ (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক ও কাশিপুর এলাকার মৃত আলী হোসেন মিয়ার পুত্র। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সালাউদ্দিন আহমেদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।


































