নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ব্ল্যাকমেইলিং চক্রের হোতা আসলামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ৫ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ব্ল্যাকমেইলিং চক্রের হোতা আসলামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে নিরীহ মানুষদের মারধর ও নারী দিয়ে ব্ল্যাকমেইলিং করে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে চক্রের হোতা আসলামকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 

সোমবার (৫ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের আউলাবন এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসী বলেন, আসলাম দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষ, ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও যুবকদের নারী দিয়ে ব্ল্যাকমেইলিং করে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করে আসছে। সুষ্ঠু তদন্ত করে আসলামকে দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

ভুক্তভোগী মো. জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ভুক্তভোগী চিটাগং রোডের ফল ব্যবসায়ী আনিস, জয়নাল, শার্ট-প্যান্ট ব্যবসায়ী মমিন, জুতা দোকানদার সেকান্দার, ডিম ব্যবসায়ী জামাল, শার্ট-প্যান্ট ব্যবসায়ী রাজন ও সেলিমসহ এলাকার বিভিন্ন ভুক্তভোগী নারী পুরুষ প্রমূখ।