নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কল্যান্দীতে দোয়া  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ৫ জানুয়ারি ২০২৬

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কল্যান্দীতে দোয়া  

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায়  বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারী) বাদ জোহর বন্দর উপজেলার কল্যান্দিস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রমজান প্রধান মার্কেট প্রাঙ্গণে এ  বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রমজান প্রধানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আবুল  সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার,২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মদ ভূইয়া,বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাফিউদ্দিন সাফি,মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন মেম্বার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক শিবলী সাদিক,  কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সজিব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিম,আশরাফুল আনন্দ,মোঃ মুরাদ,মেহেদি হাসান,রিয়াদ হোসেন,বিএনপি নেতা মোঃ তমিজউদ্দিন,আব্দুল মান্নান,জাকির হোসেন,মোঃ রাসেল,মোঃ শরীফ,মোঃ কামরুজ্জামান,মোঃ শাহ আলম,আবু তাহের,তাওলাদ হোসেন,নূর মোহাম্মদ প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন ১নং নয়ানগর বাইতুল আতিক জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবু দারদা।

পরিশেষে সাংসদ প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত মুসল্লীদের মাঝে নিজ হাতে খিচুড়ী বিতরণ করেন। 

সম্পর্কিত বিষয়: