সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও শান্তিরছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে না.গঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে সংস্থার সভাপতি মো. লিটনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি ও ফতুল্লা ইউপির ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য ফেরদৌস আরা অনা।
সভা শেষে উপস্থিত ৫০ জন প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।


































