নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইসদাইর বন্ধু মহলের মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩২, ৭ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইসদাইর বন্ধু মহলের মিলাদ ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত  কামনায় শহরের ইসদাইর বন্ধু মহলের উদ্যোগে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। 

‎‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। ‎‎বুধবার ( ৭ জানুয়ারি) বাদ জোহর ইসদাইরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎এসময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। 

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, মো. সেলিম, মো. বাদশা, আল আমিন, মো. কালু, মো. মাসুম, মো. রিয়াজ মো. শহীদ প্রমুখ।

 

সম্পর্কিত বিষয়: