নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায়

: সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেপ্তার হলেও বাকিরা অধরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ৭ জানুয়ারি ২০২৬

: সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেপ্তার হলেও বাকিরা অধরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেসবুকে অর্গানিক খেঁজুরের গুড় নেওয়ার অর্ডার করে মো: জাহিদুল ইসলাম রাফে (২৫) নামে এক ব্যবসায়ীকে রাজধানী ঢাকার শাহজাহানপুর থেকে ডেকে এনে জিম্মি করে মুক্তিপন আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় গত রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মো: হৃদয় হোসেন, মো: সৈকত আলী ও মো: শরীফ নামে এ চক্রের তিন সদস্যকে আটক করা হলেও বাকিরা রয়েছে ধরাছোয়ার বাইরে। 

 এ ঘটনায় চাঁদপুর জেলার কচুয়া থানার মানদী বাড়ী (শাসনপাড়া) এলাকার মো: জাফর সাদেকের ছেলে, বর্তমানে ঢাকার শাহজাহানপুর থানার বাগিচা এলাকার বাসিন্ধা ভুক্তভোগী ব্যবসায়ী মো: জাহিদুল ইসলাম রাফে গত সোমবার (৫ জানুয়ারী) রাতে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-০৭, ধারা: ৩৪২/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬ দ: বি: ও পেনাল কোড-১৮৬০।

 মামলার আসামীরা হলো, সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মো: হৃদয় হোসেন (২৫), মো: সৈকত আলী (২০), মো: শরীফ (১৯), শিপন (২২), বাবু (৩০), রাব্বি (১৯), তারিকুল ইসলাম (২০), ইখন (২০), শুভ (২৬) ও মাসুদ (৩৬) সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন। এদের মধ্য থেকে মো: হৃদয় হোসেন, মো: সৈকত আলী ও মো: শরীফ নামে ৩ জন আটকের পর কারাগারে রয়েছেন। 

এজাহারে ভুক্তভোগী মো: জাহিদুল ইসলাম রাফে উল্লেখ করেন, খাঁটি পণ্য নামে একটি ফেইসবুক আইডির মাধ্যমে তিনি বিভিন্ন অর্গানিক খাবার বিক্রয় করে আসছে। গত শনিবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় তার কাছ থেকে ৩ কেজি অর্গানিক খেঁজুরের গুড় নেওয়ার জন্য অজ্ঞাত একটি ফেইসবুক আইডি হতে অর্ডার করে।

সেই অর্ডার মোতাবেক ওই দিন সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকার আলিফ টাওয়ারের পিছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় পৌছলে উল্লেখিত আসামীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে জোরপূর্বক আটক করে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে।

তখন আমার সাথে থাকা নগদ ৪১ হাজার টাকা এবং আমার ব্যবহৃত ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। তারপর তারা আমাকে অবশিষ্ট টাকা নিয়ে আসার শর্তে ছেড়ে দেয়।

এজাহারে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, পরবর্তীতে তাদের শর্ত মোতাবেক আমি অবশিষ্ট টাকা সংগ্রহপূর্বক গত রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ৯টায় তাদেরকে সেই টাকা দিয়ে আমার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে আসার জন্য যাই।

এ সময় আসামী মোঃ হৃদয় হোসেন, মোঃ সৈকত আলী ও মোঃ শরিফকে আটক করে পুলিশ।  পরে আসামী মোঃ হৃদয় হোসেনের প্যান্টের পকেট হতে নগদ ২ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
 

সম্পর্কিত বিষয়: