নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

পরিবেশ দূষণ, ‘জাগরণ ডাইং’ এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০০, ৭ জানুয়ারি ২০২৬

পরিবেশ দূষণ, ‘জাগরণ ডাইং’ এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন

পরিবেশ দূষণের অভিযোগে জালকুড়িতে ‘জাগরণ ডাইং’ নামে একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এতে জেলা পুলিশ, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত বিষয়: