নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে বাজার ও সড়ক মনিটরিং অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৬, ৭ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে বাজার ও সড়ক মনিটরিং অভিযান, জরিমানা

 আড়াইহাজার উপজেলার বগাদি কালিরহাট বাজারে বাজার ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে একটি বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এই অভিযানটি পরিচালনা করেন।

অভিযান চলাকালীন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে নাসের এন্টারপ্রাইজ এর মালিক হাসনাত মোল্লাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া, সড়কে বিশৃঙ্খলা ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সড়ক পরিবহন আইন অনুযায়ী একাধিক মামলা দায়ের করা হয়।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় মোট ০৫টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে দুটি মামলায় ২ হাজার টাকা করে এবং তিনটি মামলায় ৫ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়।

পাশাপাশি, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় আরও ০১টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই অভিযানে বাজার ও সড়ক মিলিয়ে মোট ০৬টি মামলায় সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 

সম্পর্কিত বিষয়: