কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “মানুষ মানুষের জন্য”—এই চেতনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসভাপতি মোঃ মতিনুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক কাওসার আহম্মেদ,অক্সোফিডিয়ান স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ব্যাপারী, শাহীনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক আরিফ হোসেন ঢালী, হাজী আমান উল্লাহ মডেল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সজীব, মর্নিং গ্লোরি স্কুলের প্রধান শিক্ষক আরিফুজ্জামান জুয়েল, সানরাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাহবুব উর রহমান মুরাদ, বী.এম জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো: আল মামুন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

প্রসঙ্গত: সিদ্ধিরগঞ্জের সাইনবোড এলাকায় পারিজাত সিটি কমপ্লেক্স মার্কেট থেকে উন্নতমানের ৪ শতাধিক কম্বল ক্রয় করে পরিবহন যোগে উত্তরাঞ্চলের গাইবান্ধার পলাশ বাড়িতে পাঠানো হয়েছে।
আগামি ১০ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় পলাশবাড়ির ঘোড়াবান্ধায় (চৌরাস্তা বাজার) ঘোড়াবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ করা হবে।


































