নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ৮ জানুয়ারি ২০২৬

আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের

ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে আইনজীবীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গতকাল জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সময় বাধা দিতে গেলে ওই আইনজীবীর স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় হামলাকারীরা।

গত শনিবার (৩ জানুয়ারি) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মাহমুদা ইসলাম নারগিস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেতছিলেন।

ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরবার একটি অভিযোগ দিয়েছেন বাদী মাহমুদা ইসলাম নাগিস অভিযোগের কপিটি পাঠকদের সুবীদার্থে হুবাহু তুলে ধরা হল। 


বরাবর,
পুলিশ সুপার 
নারায়নগঞ্জ।


বিষয়ঃ অভিযোগ।


জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমি মাহমুদা ইসলাম নারগিস (৩৫), স্বামী-এডভোকেট জাহাঙ্গীর আলম, ডালীম, সাং- রামারবাগ, ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী ১। শামিম (৪২), ২। পিয়াসা আক্তার (৩৬), উভয় পিতা- সালাউদ্দিন, ৩। আলতাব (৪৬), পিতা- মাহতাব উদ্দিন, ৪। বাবুল (৪৫), পিতা- আবুল মুন্সী, ৫।

ফকরুউদ্দিন (৫৩), পিতা-অজ্ঞাত, সর্ব সাং- রামারবাগ, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদীগনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত ১নং ও ২নং বিবাদীন্বয় আমার স্বামী- জাহাঙ্গীর আলম (৪০) এর পরিবার হয় এবং অদ্য-০৩/০১/২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকার সময় আমার উল্লেখিত ঠিকানায় আমার স্বামীর অজ্ঞাতসারে উক্ত বিবাদীগন সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদীগন আসিয়া জোরপূর্বক ভাবে ঘরে প্রবেশ করিয়া আমার স্বামীর সহিত পূর্ব শত্রুতার জের দরিয়া আমার উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া উক্ত ১নং ও ২নং বিবাদীদ্বয় আমাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও থাপ্পর লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে ফেলে এবং আমার বাসার মালামাল বিবাদীগন এলোপাথারী ভাবে ভাংচুর করিয়া আমার বাসায় থাকা নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ও ৬ ভড়ি স্বর্ণলঙ্কার ও জরুরী জিনিসপাত্র বিবাদীগন জোরপূর্বক ভাবে নিয়ে যায়।

আমি বিবাদীগনদের বাবা প্রদান করিলে বিবাদীগনের কাছে থাকা দেশীয় অস্ত্র-সন্ত্র ও আগ্নেঅস্ত্র দিয়ে আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে এবং আমাকে বলে যে, তুই ও তোর স্বামী যদি এই বিষয় নিয়া কোন প্রকার বাড়াবাড়ি করিস কিংবা থানা পুলিশ করিস তাহলে তোদেরকে চিরতরে প্রাণে মারিয়া ফেলবো।

এই কথা বলিয়া আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করিয়া উক্ত স্থান হতে বিবাদীগন চলে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, উক্ত বিবাদীগন যে কোন সময় আমার ও আমার স্বামী ও সন্তানদের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলে আমার আশঙ্কা।

বিধায় আমি কোন উপায়ন্তর না পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।অতএব, উপরোক্ত বিষয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করিতে জনাবের সদয় মর্জি হয়।

নিবেদক-
মাহমুদা ইসলাম (নাগিস)। 
 

সম্পর্কিত বিষয়: