নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

বন্দরের চাউল ব্যবসায়ী জুম্মান মুন্সিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১২, ৭ জানুয়ারি ২০২৬

বন্দরের চাউল ব্যবসায়ী জুম্মান মুন্সিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত  

মুন্সিগঞ্জে এক সড়ক দূর্ঘটনায় বন্দরে চাউল ব্যবসায়ী জুম্মান (৩২)  নিহত হয়েছে। নিহত চাউল ব্যবসায়ী জুম্মান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার পিয়ার জাহান মিয়ার ছেলে।

মরহুমের নামাজের জানাযা বুধবার (৭ জানুয়ারি)  সকাল ১০টায় বন্দর উপজেলার শুভকরদী জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। 

এর  আগে গত মঙ্গলবার (৬ জানুয়ারি)  রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় এ  দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনার ওই রাতে থানায় এসে লাশ সনাক্ত পর বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন করলে প্রশাসন মৃতদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায়  নিহতের স্বজনরা বাদী হয়ে  সংশ্লিষ্ট থানায় সড়ক র্দূঘটনা আইনে এ  মামলা দায়ের করেন।
নিহতের স্বজনদের তথ্য সূত্রে জানা গেছে,   জুম্মান দীর্ঘ দিন ধরে ঢাকা বাদামতলী এলাকায় একটি চাউলের আড়ৎতে চাকুরী করে আসছিল। গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় তাগেদা শেষে বাড়ি ফেরা পথে অজ্ঞাত নামা গাড়ী চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 

সম্পর্কিত বিষয়: