সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক জিএম সুমন মুন্সীর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তি নগর এলাকায় ৫ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক জিএম সুমন মুন্সী তার বক্তব্যে বলেন, সারাদেশে তীব্র শীতে জনজীবন থমকে দাড়িয়েছে। সমাজের যারা হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদের দুর্বিসহ কষ্টের কথা বিবেচনা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র প্রয়াস।
জনগনের সেবা এবং কল্যাণের জন্যই আমাদের রাজনীতি। যতদিন বেঁচে আছি এই ভাবে সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা তানভীর রহমান রাব্বী, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়সহ প্রমূখ।


































