সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শহরের ইসদাইর বন্ধু মহলের উদ্যোগে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। বুধবার ( ৭ জানুয়ারি) বাদ জোহর ইসদাইরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মো. সেলিম, মো. বাদশা, আল আমিন, মো. কালু, মো. মাসুম, মো. রিয়াজ মো. শহীদ প্রমুখ।


































