ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদের অন্যতম সহযোগি মনির ওরফে ফাইটার মনির কে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফাইটার মনিরকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা, কম্পিউটার জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।
উল্লেখ্য যে, মাসদাইর গুদারাঘাট ঘোষেরবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মো.জাহিদ দীর্ঘদিন যাবত মাসদাইরসহ আশপাশ এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুললেও তাকে গ্রেফতার করতে পারেনি প্রশাসনের কোন বাহিনী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে অন্য মাদক বিক্রেতাকে গ্রেফতার করলেও হাতকড়াসহ তাদেরকে নিয়ে পালিয়ে যায় এ জাহিদ। এছাড়াও ফতুল্লা মডেল থানার এক উপপরিদর্শক জাহিদ গ্রেফতার করতে গেলেও জাহিদ ও তার বাহিনীর সদস্যরা উক্ত উপপরিদর্শককে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।
নিজ এলাকা ঘোষেরাবাগে র্যাবের অভিযানে জাহিদকে গ্রেফতার করতে গেলে জাহিদ রাবকে লক্ষ্য করে গুলি করলেও সেই গুলিতে এক অন্ত:সত্ত্বা মহিলা গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত প্রায় ১০দিন পুর্বে মাসদাইর বাজারের অপর মাদক বিক্রেতা শাওনকেও কুপিয়ে অঅহত করেছে এ জাহিদ। এ অপকর্মের পর পুলিশ কিংবা র্যাব কেউ এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি দূর্র্ধষ এ মাদক ব্যবসায়ী জাহিদকে।


































