নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতির দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৯, ৬ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতির দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেডের উদ্যোগে কোরআন খতম, মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আছর শহরের কালীরবাজার চাড়ারগোপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ সময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

‎নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেডের সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা হানিফ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

‎এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেডের কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: