সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের আওতাধীন ১১নং ওয়ার্ড যুবদলের মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) বাদ আছর শহরের হাজীগঞ্জ বাজারে যুবদল নেতা রবিউল ইসলামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ১১নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল হালিম, রেজাউল করিম রেজা, নাছের হক ইমন, মানিক মিয়া, মানিক বেপারী, রবিউল ইসলাম, মো. সেলিম , আঃ মালেক নান্টু, আক্তার হোসেন, আঃ রহিম, খলিলুর রহমান মিন্টু, ফরহাদ আহমেদ রকি, খোকন, রিফাত প্রমুখ।


































