নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

সাবেক কাউন্সিলর শকুর উদ্যোগে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ৬ জানুয়ারি ২০২৬

সাবেক কাউন্সিলর শকুর উদ্যোগে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু উদ্যোগে শীতার্তদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৬ জানুয়ারি) সকাল ১১টায় শহরের ডনচেম্বারস্থ কাউন্সিলর কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র জ্যাকেট বিতরণ পূর্বে কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, শীতে দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণের ফলে তারা কিছুটা শীতের প্রকোপ থেকে মুক্ত থাকতে পারবে। পুরুষদের জন্য উন্নতমানের জ্যাকেট বিতরণ করা হয়েছে। এর আগে আমরা শীতবস্ত্র ভারি কম্বল বিতরণ করেছি।

ইনশাল্লাহ আগামীকাল বুধবার স্কুল ও কলেজের ছাত্র - ছাত্রীদের মাঝে সুইটার বিতরণ করা হবে। আমি কিন্তু কাউন্সিলর না তারপরও কিন্তু আমি আমার ওয়ার্ডের জনগণে পাশে আছি এবং ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাব। 

তিনি আরও বলেন, সবাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এবং আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, নারায়ণগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব আলম জুলহাস, কানপুরের সমাজ সেবক খোকন, ১২নং কাউন্সিলর সচিব কাজী সিয়াম, নবী হোসেন, ফারু আহমেদ রিপন, হাবিবুর রহমান হবি, আসাদুজ্জামান দোলন, আনিসুর রহমান প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: