বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা এলাকায় ফতুল্লা থানা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলের ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার বক্তব্যে বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী ছিলেন।বিএনপি এবং জিয়া পরিবার ও বিএনপির শির্ষ নেতৃবৃন্দ আমাদের ভাগ্য উন্নয়নের জন্য মনির হোসেন কাসেমী কে এ আসন থেকে মনোয়ন দিয়ে আমাদের নিকট পাঠিয়েছেন।
কতিপয় ব্যক্তিবর্গ শয়তানতন্ত্র থেকে নির্বাচন করছেন তাদের বলতে চাই এ আসনে কোন শয়তানতন্ত্রের ফুমন্ত্র কাজে আসবেনা।
যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিরোধী, তারেক রহমানে বিরুদ্ধাচরন করছেন তারাই শয়তানতন্ত্র থেকে নির্বাচন করছেন। তারেক জিয়া, খালেদা জিয়া ও বিএনপির মনোনীত প্রার্থী মনির হেসেন কাশেমীর খেজুর গাছের নিকট নির্বাচনে কোন শয়তানতন্ত্র জয়লাভ করবেনা।
প্রধান বক্তা হিসেবে এডঃ বারী ভূইয়া বলেন, আমাদের এখানে একজন দাবী করেন বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করেছেন। আর দুজন বিএনপি থেকে বহিষ্কার হয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন।
যার একজন হলো নিজের ভোট ফতুল্লাতে নাই ইচ্ছে করলে তিনি নিজেই তার ফতুল্লায় ভোট দিতে পারবেনা। আবার অন্যের ভোট দাবী করেন।আপনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। এবারও পারলে করতেন।
এনসিপি ব্যবহার করলেও আপানি সেখানেই যেতেন। কিন্ত এনসিপিও আপানাকে দলে টানেনি।
আরেকজন আসছে কল্যাণ পার্টি থেকে।দীর্ঘদিন খবর নাই এখন আসছে নির্বাচন করতে।
তারা বিএনপির রাজনীতির কাছে শিশু বাচ্চা। তিনি বলেন, আপনি তারেক রহমান ও বিএনপি কে নিয়ে বিষেদাগার করে বক্তব্য দিয়েছেন সেদিন থেকই তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। আপনি বলেন নেতা-কর্মীদের মামলা-হামলা থেকে রক্ষা বাচাতেই আমি আন্দোলনে নামিনি। তাহলে আজ দলের সু সময়ে বিএনপির নাম কেনো ব্যবহার করছেন।
তিনি আরো বলেন যে দুজন শয়তানতন্ত্র থেকে নির্বাচন করেছেন আপনারা আগে নিজের ঘর দেখেন। প্রতিদিন আপনারা এখন নেতা-কর্মীদের চার,পাঁচবার করে ফোন দেন। আগেতো কোন দিন খোঁজ নেননি। যারা এখন আপনার সভায় থাকেন তারা না পেরেই যাচ্ছেন৷ ক্যামেরার সামনে কিন্ত আসেনা, পেছনে মুখ লুকিয়ে রাখে।
ধীরে ধীরে তারা চলে আসছে। আর কয়েকদিন দিন গেলে দেখবেন যারা বিএনপি কে ভালবাসে, বিএনপির প্রকৃত কর্মী তারা কেউ আপনার পাশে নেই। তাই তিনি আহবান করেন তারেক রহমানের কাছে ভুল স্বীকার করে মাফ চেয়ে নেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, বেগম খালেদা জিয়া এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা দেশের অনেক বড় রত্ন কে হারিয়েছে। অনেকে বলেন নারায়নগঞ্জ -৪ আসনে ধানের শীষ মার্কা দেয় নাই। এটা ঠিক না। আমাদের জাতীয়তাবাদী দল হলো সবাই কে নিয়ে এগিয়ে যাওয়ার দল। নির্বাচনে সব সময় একটা জোট হয়।
সেই জোটের ধারাবহিকতায় বিএনপি মনির হোসেন কাশেমী কে মনোয়ন দিয়েছেন।সে ২০১৮ সালে জোট থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোয়ন পেয়ে ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচন করেছে।
এবারও বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নারায়নগঞ্জ-৪ আসনে মনির হোসেন কাশেমী কে মনোয়ন দেওয়া হয়েছে। কিন্তু আইনি জটিলতার কারনে তাকে এবার ধানের শীষের পরিবর্তে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করতে হচ্ছে।
তিনি আরো বলেন, আপনারা আমাকে চিনেন। আমি কতোটা নির্যাতিত হয়েছে।আমাকে গুলি করা হয়েছে। চোখে গুলি করা হয়েছিলো। ভাগ্যক্রমে বেঁচে যাই।
আমিও এ আসন থেকে মনোয়ন চেয়েছিলাম। কিন্ত দল দিয়েছে মনির হোসেন কাশেমী কে। তাই বলছি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেই সিদ্ধান্তনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মনির হেসেন কাশেমীকে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার,সহ সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সহ সাধারন সম্পাদক আনিছুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে ওলামায়ে ইসলামের সদস্য সচিব মাওলানা মনোয়ার হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী,ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন মিয়া,ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ সুমন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিন।


































