নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ৫ জানুয়ারি ২০২৬

বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া

বন্দর প্রেসক্লাবের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৫ জানুয়ারি) বাদ আসর প্রেসক্লাব  অডিটোরিয়ামে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সরদার মো.আলীম,কবির হোসেন,সাবেক সহ সভাপতি নুরুজ্জামান মোল্লা,সাবেক সহ-সভাপতি মেহেবুব মিয়া, সাবেক সহ সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সাবেক সাধারণ সম্পাদক এসএম শাহীন,সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব,অর্থ সম্পাদক লতিফ রানা, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক জিএম সুমন,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সাংবাদিক শরীফুল ইসলাম,এসএম আব্দুল্লাহ, অভি,শেখ আরিফ,মহসিন দেওয়ান,আনোয়ার পারভেজ সুজন,বাদল খান,ইমদাদুল হক মিলন,ডালিম, সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।এছাড়াও নানা শ্রেনী পেশার মানুষ মিলাদে অংশ নেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বরণে অনুষ্ঠিত  শোকসভা ও দোয়া মাহফিলে  সর্বস্তরের সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বক্তারা গনতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের স্মৃতিচারন করেন এবং সাংবাদিক সমাজের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান কৃতজ্ঞচিত্তে স্বরণ করা হয়।একইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: