নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

বন্দরে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি ঠেকাতে অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ৫ জানুয়ারি ২০২৬

বন্দরে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি ঠেকাতে অভিযান, জরিমানা

বন্দরে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি ঠেকাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ জানুয়াফা) দুপুর থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলাধীন গোকুলদাসের বাগ, চৌরাস্তা বাজার, নবীগঞ্জ রওসনবাগ মোড়, বন্দর ঘাট ও সংশ্লিষ্ট এলাকায় এ সকল অভিযান পারিচালিত হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।

সোমবার অর্ধবেলার অভিযানে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলপিজি গ্যাসের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ ধারায় মামলায় মোট ৬৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।