নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম এদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরদিন অম্লান হয়ে থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্তর্গত সদর থানা যুবদলের আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর নগরীর নন্দীপাড়ায় ১৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জামাল হোসেনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল ইসলাম সজল বলেন, একজন সাধারণ গৃহিনী থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নেতৃত্বে এসেছিলেন। আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিলেন।
তার মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিল। একইভাবে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করেছে, যা তার প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের স্বার্থে কখনো কারো সঙ্গে আপোষ করেননি। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই এদেশের জনগণ স্বৈরাচার এরশাদকে বিদায় করেছে।
পরবর্তীতে ৯০-এর নির্বাচনে জনগণের ভালোবাসায় তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সফলভাবে দেশ পরিচালনা করেন।
সজল বলেন, বেগম খালেদা জিয়া সবসময় আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি কখনো কোনো সিদ্ধান্ত নেননি। এদেশ যতদিন থাকবে, ততদিন মানুষের হৃদয়ের মনিকোঠায় তার নাম অমর হয়ে থাকবে।
মহানগর ১৪নং ওয়ার্ড যুবদল নেতা জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, শেখ মাগফুর ইসলাম পাপন।
এছাড়াও যুবদল নেতা শরিফুল ইসলাম সজীব, মো: রুবেল,শকিল, রিয়াদ হোসেন, মোহাম্মদ রুবেল, শাকিল, রিয়াদ হোসেন, আকাশ, সুজন, লিটন, পিথুল, তানভির, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: জুয়েল, সদর থানা শ্রমিকদলের সদস্য সচিব কামাল হোসেন, ১৪নং সভাপতি শ্রমিকদলের আমির হোসেন প্রমুখ।


































