নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬

১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪১, ১ জানুয়ারি ২০২৬

১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

‎প্রায়ত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎‎

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির এ দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা শওকত হাশেম শকুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 

‎‎প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এ সময় বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনজুড়ে নানা ষড়যন্ত্র ও নিপীড়নের শিকার হলেও দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি। 

‎বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত একটি কথাই বারবার বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার আসল ঠিকানা। এই দেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের জন্য তিনি সব কষ্ট সহ্য করেছেন।বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা সময়ে দেশী ও বিদেশি ষড়যন্ত্র হয়েছে, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে  দেওয়ার অপচেষ্টা হয়েছে।

কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি দেশের মাটিতেই থেকেছেন, কাউকে তাঁকে দেশ থেকে বের করতে দেওয়া হয়নি। তাঁর এই দৃঢ়তা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।

‎‎অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আব্দুসব সবুর সেন্টু, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। ‎‎দোয়া মাহফিল শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: