রোববার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ ।
নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৪ নং ওয়ার্ড জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
আনিসুল ইসলাম সানি তার সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক গালিব, মহানগর জাসাসের নুর উন নবী মাইকেল, বন্দর থানা জাসাসের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, ১৪নং ওয়ার্ড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু প্রমুখ।


































