নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫

দীপু হত্যার প্রতিবাদে না.গঞ্জে ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ২২ ডিসেম্বর ২০২৫

দীপু হত্যার প্রতিবাদে না.গঞ্জে ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পোশাককর্মী দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে সংখ্যালঘু ঐক্যমোর্চা নারায়ণগঞ্জের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিবি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের নেতৃবৃন্দরা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি শ্রী হরি সাহা। সমাবেশটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ।

সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, জেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী ও পিন্টু রায়, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মণ্ডল মিঠু।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, হিন্দু মহাজোটের নেতা উত্তম মোদক, জাগো হিন্দু পরিষদের জেলা সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর সভাপতি উজ্জ্বল ঘোষ ও সাধারণ সম্পাদক জনি ভৌমিক, ঐক্য পরিষদের নেতা কিশোর দাস, সুজন দাস, গোবিন্দ দাস, অজয় সূত্রধর, প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর, তুলশী ঘোষ, জিতু দাস, বিপুল পোদ্দার, সুমন ঘোষ, অর্জুন দাস কৃষ্ণপদ মজুমদার, সত্যরঞ্জন দেবনাথ, ইন্দ্রজিত রায়, রঞ্জিত দাস, কার্ত্তিক সূত্রধর, খোকন বিশ্বাস, ভবন বর্মন, সুজিত ভৌমিক, পনির বর্মন, মিঠুন দত্ত বিল্লু, প্রণয় সিংহ, জেকি নন্দী, সজিব ঘোষ, মিঠু চক্রবর্তী, তন্বী ঘোষ, বান্টি কর্মকার, উজ্জ্বল রায় সহ জেলা ও মহানগর ঐক্য পরিষদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ।

সমাবেশে বক্তারা দীপু চন্দ্র দাসসহ লক্ষীপুরের শিশু আয়েশা, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়, সুবর্ণা রায়, উৎপল সরকার, প্রাণতোষ কর্মকারের হত্যাকাণ্ডসমূহের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা অনতিবিলম্বে বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এছাড়া তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতসহ সহিংসতাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ, কর্মসূচিতে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত বিষয়: