মহান বিজয়ের দিন আজ। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতীয় জীবনে একই সঙ্গে যুদ্ধ জয়ের গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে নারায়ণগঞ্জবাসী নানা আয়োজনে উদ্যাপন করছে ৫৫তম বিজয় দিবস।
মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ার বিজয়স্থ স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ভেতর দিয়ে বিজয় দিবস উদ্যাপন করছে সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রথমেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


































