নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের সাথেনবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর)দুপুর তিনটায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের মতামত ও পুলিশের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তাঁর বক্তব্যে বলেন, আমরা নিরাপদ নগরী আপনাদের কাছে আশা করি। আগামী প্রজন্মকে যদি আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ না দিতে পারি তাহলে আমাদের সকল কাজ পুরোপুরি ব্যর্থ হবে যা আমরা হতে দিতে পারিনা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ সকল সাংবাদিকগণ সুন্দর ও নিরাপদ নগরী গড়ে তুলতে সর্বদা সাহায্য করতে প্রস্তুত।

সভায় পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা পুলিশের চলমান ও গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং উপস্থিত সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন। নির্বাচন পরিবেশ ঠিক রাখার পাশাপাশি মাদক, ছিনতাই ও যানজটে নিরসনে কাজ করবে পুলিশ। আগামী এক মাসেই আপনারা দৃশ্যমান উন্নতি দেখতে পারবেন।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকেরা পরস্পরের সহযোগী। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবদুস সালাম, স্থায়ী সদস্য এম. আর. কামাল, হাসান উল রাকিব, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব ও সাবিত আল হাসান এবং খবর প্রতিদিনের সম্পাদক এস. এম. ইকবাল রুমী, দৈনিক সোজাসাপটার স্টাফ রিপোর্টার আলআমিন প্রধান, দৈনিক শীতলক্ষার সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধিআফসানা মুন, দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ও দীপ্ত টিভিরজেলা প্রতিনিধি গৌতম।