বন্দরে কাজের উদ্দেশ্য মিশুক নিয়ে বের হয়ে ইউসুফ আলী (৫৮) নামে এক মিশুক চালক নিখোঁজ হয়েছে। নিখোঁজ মিশুক চালক ইউসুফ আলী বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার আব্দুল রহমান মিয়ার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ মিশুক চালকের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন।যার জিডি নং- ১০৯০ তাং- ২১-১২-২৫ইং।
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগরস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে ওই মিশুক চালক নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজ মিশুক চালকের স্ত্রী গণমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেল সাড়ে ৪টায় আমার স্বামী ভাড়াকৃত মিশুক নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি।
তার ব্যবহারকৃত ০১৬০৯৫৩৪৬৩৫ ও ০১৯৬৮৯৩৩৪৫৩ নম্বর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোঁজাখুঁজি করে আমার স্বামী মিশুক চালক ইউসুফ আলী কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।


































