মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা জাগরণী সংসদ প্রঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জাগরণী সংসদের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তুুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া জুয়েল, জাগরণী সংসদ সভাপতি এনামুল হক ভূইয়া বাদল, সহ-সভাপতি কামাল ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ ডলার।
উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী সংসদের সহ-সাধারণ সম্পাদক আজিম মোল্লা বাপ্পি ও মিজানুর রহমান টুটুল।
আরো উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন খোকা সিকদার, অয়ন সিকদার, সোহেল সিকদার, সাজু খান, রিপন, মাসুম ভূইয়া, জয়নাল আবেদীন ভূঁইয়া, স্বপন ভূইয়া, হযরত, হিরু, সুমন মোল্লা, কালাম মোল্লা, আরজু, ইমরান হাসান খোকাসহ আরো অনেকে।


































