নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

বন্দরে গনধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১০, ২১ ডিসেম্বর ২০২৫

বন্দরে গনধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার  

বন্দরে (১৪) বছরের এক কিশোরী বাস যাত্রীকে গনর্ধষণের মামলা ২ ধর্ষককে  গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো সুদূর শরিয়তপুর জেলার নরিয়া থানার কটাপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে লম্পট হেলপার রানা (৩২) ও জামারপুর জেলার দেওয়ানগঞ্জ থানার খরমা এলাকার শাকিল মিয়ার ছেলে ফয়সাল (৩০)। ধৃতদের রোববার (২১ ডিসেম্বর)  দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩৫(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়।

গত শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় শীতলক্ষা এলাকাকে ধর্ষক ফয়সালকে ও রাতে ঢাকা গুলিস্তান এলাকা থেকে হেলপার রানাকে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) রাত দেড়টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈরারবাড়ীস্থ আল আমিনের বসত ঘরে ওই ধর্ষনের ঘটনা ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে , গত শুক্রবার (২১ নভেম্বর) বাদীর কন্যা  সোনারগাঁ বাদী খালার বাড়ি থেকে বাদী মায়ের বাসা  ঢাকা কেরানীগঞ্জ যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। পরে বাদী মেয়ে মোগড়াপাড়া থেকে বাসে উঠলে উক্ত বাসের হেলপার রানা সাথে পরিচয় হয়।

পরে বাদী মেয়ে কেরানীগঞ্জ যাওয়ার জন্য যাত্রাবাড়ী এলাকায় নামতে চাইলে ওই সময় বন্দর থানার চৈরারবাড়ী এলাকার আবুল কাশেম মিয়ার লম্পট ছেলে হেলপার রানা উল্লেখিত কিশোরী যাত্রীকে বাস থেকে নামতে বাধা প্রদান করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই তারিখ রাত ১১টায় বন্দর থানার চৈরারবাড়ী ২নং বিবাদী আল আমিনের বসত ঘরে নিয়ে আসে।

পরবর্তীতে শনিবার (২২ নভেম্বর) রাত দেড়টায় ১ নং বিবাদী হেলপার রানা বাদী কিশোরী মেয়েকে কুপ্রস্তাব দেয়। ওই সময় কিশোরী কু প্রস্তাবে রাজি না হওয়ায় অজ্ঞাত বিবাদীরা কিশোরীকে ঝাপটিয়ে ধরে তখন লম্পট হেলপার  বাদী মেয়ের পরিহিত জামা কাপড় খুলে বাদী মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।

ওই সময় লম্পট আল আমিন বাসার দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়। পরে ধর্ষক ও তার সহয়তাকারি  চলে গেলে ওই সুযোগে ধর্ষিতা কিশোরী ছাড়া পেয়ে  জনৈক আজাহার মিয়ার বাড়ীতে আশ্রয় নেয়। পরে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর  ও ঢাকা গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের উল্লেখিত  মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

সম্পর্কিত বিষয়: