নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫

ইসদাইরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছাড় পায়নি অন্ধ আব্দুল হক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ২০ ডিসেম্বর ২০২৫

ইসদাইরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছাড় পায়নি অন্ধ আব্দুল হক

ফতুল্লার ইসদাইর এলাকায় কিশোর গ্যাংয়ের পান্ডা শুভ গ্রুপের হামলার শিকার হয়েছে আব্দুল হক নামের এক দৃষ্টি প্রতিবন্ধী।

সন্ত্রাসীরা তাকে এবং তার সাথে থাকা আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। 

চাষাঢ়ায় রেলস্টেশনের সামনে বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওইদিন শুভ ও রাজ্জাক গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। মারামারি চলার সময়ে কিশোর গ্যাং সদস্যরা যাকে পেয়েছে তাকেই কুপিয়েছে।

১৯ ডিসেম্বর করা অভিযোগে আব্দুল হক জানান, ১৮ ডিসেম্বর রাত ৮ টার দিকে তিনি চাষাঢ়া থেকে ইসদাইরে ভাড়া বাসায় ফিরছিলেন।

চাষাঢ়া রেল স্টেশনের সামনে চায়ের দোকানে পৌছালে ইসদাইরের সোহেলের ছেলে শুভ আরও অজ্ঞাত ২০/৩০ জন নিয়ে তার উপর হামলা করে। ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

তাকে বাঁচাতে আনোয়ার হোসেন এগিয়ে গেলে তার শরীরেও বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে। এ সময়ে দুইজনের কাছ থেকে ৯ হাজার টাকা ও একটি বাটন মোবাইল সেট ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহরের ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। 

ওই দিন রাজ্জাক ও শুভ গ্রুপ নামের দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময়ে দুই পক্ষের হাতেই ধারালো অস্ত্র ছিলো। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে যাকে পেয়েছে তাকেই মারধর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও কয়েকজন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে।