নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার সস্থাপুর এলাকায় অবস্থিত কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় মোট ৪৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো পরীক্ষাকেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে বৃত্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটে অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৩ সেট প্রশ্নের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রশ্নপত্র নির্বাচন করা হয়। নির্বাচিত প্রশ্নপত্র অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করা হয়, যা পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করেছে।
এই বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোঃ বাহাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, পাশাপাশি মাজহারুল ইসলাম সজীব, আজমত আলী, নাঈমা ইসলাম, মোঃ মুরাদ, গোলাম রসুল জুয়েল, মোঃ জহিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

পরীক্ষা শুরুর পূর্বে বৃত্তি পরীক্ষা কমিটির সদস্যরা সবাই মিলে শরীর আব্দুল হাদীর মৃত্যুতে যে রাষ্ট্রীয় শোক জানানো হয়, সেই জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন, যা অনুষ্ঠানে একটি মানবিক ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জ সদর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিভাবক ও শিক্ষক মহল আশা প্রকাশ করেন।


































