সোনারগাঁওয়ে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নয়াপুর এলাকায় অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটির পরিচালক মো. কায়সার ভূঁইয়া এবং কালের কণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির।মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালক স
সলিমুল্লাহ,নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালক আবুল বাসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি মো. কায়সার ভূঁইয়া বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ শুধু ভালো ফলাফল নয়, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরিতে ভূমিকা রাখছে।
আরেক বিশেষ অতিথি মনিরুজ্জামান মনির বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের বইয়ের জ্ঞানের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


































