সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বী. এম জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় ২০২৬ সাল হতে তাদের শিক্ষা কার্যক্রম বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ ভার্সনের একাডেমিক কার্যক্রম শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়টির ইংলিশ ভার্সনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা বিল্লাল হোসেন রবিন।
বী.এম জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারাযণগঞ্জ শাখার সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন খান, বী. এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান কল্পনা বেগম, শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়েল প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফ হোসেন ঢালী, বিজয় আইডিয়াল হাই স্কলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম বিজয় সহ বী.এম জালাল উদ্দিন আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাববক বৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বী.এম জালাল উদ্দিন আদর্শ বিদ্যালয়ে ইংলিশ ভার্সনের একাডেমিক কার্যক্রম শুরু করায় ভূয়সী প্রশংসা করেন ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে আগামী বছরগুলোতে সময়ের সাথে তাল মিলিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের যুগোপযোগী সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সম্মিলিত ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ও অংশগ্রহন করেন।
বিদ্যালয়ের অভিভাবকরা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ ইংলিশ ভার্সন চালু করায় আমরা খুবই আনন্দিত। আমাদের সন্তানদের ইংরেজিতে ভালো শিক্ষার জন্য কষ্ট করে আর নারায়ণগঞ্জ বা ঢাকাতে যেতে হবেনা।


































