নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৯, ২০ ডিসেম্বর ২০২৫

কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রেপ্তার

রূপগঞ্জের কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি @ কুত্তা কলিকে(৫৯) মাধবদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাধবদী থানা পুলিশ। গ্রেফতারকৃত গোলাম রসূল কলি@ কুত্তা কলি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত ইমন আলীর ছেলে। 

ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।  শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে নরসিংদী আদালতে পাঠায় পুলিশ। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন বলেন, গোলাম রসুল কলির বিরুদ্ধে ছাত্রজনতার উপর হামলা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানা অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে এবং মামলা গুলো কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে।