সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে পাইনাদী এলাকার একটি গলি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম হাবিবুর রহমান (৩৫)। তিনি পাইনাদী মধ্যপাড়া এলাকার ফজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাইনাদী মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ির সামনে থেকে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হাবিবুর রহমানের ছোট ভাই ইয়াসিন বলেন, “সকালে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোন করে জানায়, আমার ভাই মারা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি, আমার ভাই একটি বৈদ্যুতিক সার্ভিস তার হাতে ধরে নিথর পড়ে আছে। আমার ভাই একজন ভালো মানুষ ছিলেন। তিনি কখনও বিদ্যুতের তার চুরি করতে পারেন না।”
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের অংশ, একটি টেস্টার ও একটি প্লাস উদ্ধার করে। পাশাপাশি পাশের একটি খেলার মাঠ থেকে নিহত যুবকের একটি জুতা পাওয়া যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে একটি ম্যানহোলের পাশে বসা অবস্থায় হাবিবুর রহমানকে পাওয়া যায়। সে সময় তার হাতের মুঠোয় একটি বাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার ধরা ছিল।
তবে ঘটনাস্থলে পাওয়া বৈদ্যুতিক তারের কাটা অংশ থেকে কয়েক ফুট দূরে তিনি তারটি ধরে ছিলেন, যা স্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রশ্নের জন্ম দিয়েছে। এ ছাড়া তার পকেটে প্লাস ও টেস্টার পাওয়া যায় এবং একটি জুতা ঘটনাস্থল থেকে দূরে একটি মাঠে পড়ে থাকার বিষয়টিও রহস্য বাড়িয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বলেন, “স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আলামত পাওয়া গেছে।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে একটি বাড়ির হাইভোল্টেজ বৈদ্যুতিক তার কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে টেস্টার ও প্লাস উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন চুরি বা বিচ্ছিন্ন করার চেষ্টা করতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে।
তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


































