বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওমর ফারুক (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ ওমর ফারুক বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার রফিক মুন্সি ছেলে।
গ্রেপ্তারকৃতকে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৬ নভেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ওমর ফারুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।


































