নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

রূপগঞ্জ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়ার কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-শিক্ষা বিষয় সম্পাদক সালাউদ্দিন মাস্টার, ছাত্র অধিকার পরিষদের  সভাপতি সবুজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইফতি হাসান রানা, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, যুগ্ম আহ্বায়ক মাছুম মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান প্রমুখ। 

এ সময় গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ আমার উপর যে আস্তা রেখেছেন এবং প্রার্থীতা করার সুযোগ দিয়েছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে নির্বাচনে প্রতিধ্বনিতা করে যাব।

আমি আশা রাখি আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম এবং রূপগঞ্জ এর সর্বোস্তরের ভোটারা আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। রূপগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায়ে আমি সবার সহযোগিতা কামনা করছি।
 

সম্পর্কিত বিষয়: