আড়াইহাজারে কৃষকের গোয়াল থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের টেগুরিয়া পাড়া সংলগ্ন আতাদী গ্রামে এ গরু চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক কৃষক কামরুল জানান; গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাত ১০ টার দিকে গরুর ঘর বন্ধ করে ঘুমাতে যান।
রাত ১২ টার দিকে পাশের বাড়ির লোকজন গেয়াল ঘরের বাতি বন্ধ ও দরজা খোলা দেখতে পেয়ে সংবাদ দিলে গোয়ালে গিয়ে দেখেন ১টি গরু চুরি হয়ে গেছে।
গরুটির আনুমানিক বাজার মুল্য ৮০ হাজার টাকা, গরু চুরির ঘটনায় কান্নায় ভেঙ্গে পরেন কৃষকের স্ত্রী পরি বানু। এ ঘটনায় কামরুল বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।

































