নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, দুই শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫১, ২৬ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, দুই শ্রমিকের লাশ উদ্ধার

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী সুন্দরবন-১৬ নামের এক লঞ্চের ধাক্কায় ঘন কুয়াশায় আটকে থাকা এমবি কাসফা শাহানা নামের বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

এসময় বাল্কহেডে থাকা ৫জন শ্রমিকের মধ্যে তিনজন লাফিয়ে তীরে উঠে যায় এবং দুজন ভিতরে আটকা পড়ে মারা যান। তারা দুজনেই বাল্কহেডের লস্কর। 

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার ধুমকি থানার চরগরবদী গ্রামের আমির হাওলাদারের ছেলে শাকিল আহমেদ জহিরুল (২৪), ঝালকাঠির হাসান (২০)। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেল পৌনে চারটার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুমের তলা থেকে উদ্ধার করেন জহিরুল ও হাসানের মরদেহ। পরে পাগলা নৌপুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করেন। 

নৌপুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পাগলা নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে বিকেলের দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করে রাজধানীর সদরঘাটে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সম্পর্কিত বিষয়: