নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫

কুমির আতঙ্কে সোনারগাঁ-বন্দরের দুই ইউনিয়নবাসী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৫৯, ২৮ ডিসেম্বর ২০২৫

কুমির আতঙ্কে সোনারগাঁ-বন্দরের দুই ইউনিয়নবাসী

সোনারগাঁ ও বন্দরে ব্রহ্মপুত্র নদটিতে কুমিরের আনাগোনা দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, বন্দর উপজেলার সাবদী ও সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা গ্রামের সাথে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীতে চার থেকে পাঁচটি কুমিরে আনাগোনা দেখা গেছে।

প্রায় সময় নদীর পাড়ে রোদ পোহাতে দেখা যায় কোমল গুলোকে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দিন আতঙ্কে কাটছে। নদীতে খেলতে ও গোসল করতে ছোট বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবার।

এছাড়াও নদীতে বিভিন্ন কাজে যাওয়া মানুষদের মাঝেও বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে বনবিভাগ কর্মকর্তাদের কুমিরগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।