নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে সাইনবোর্ডে ব্লকেড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪১, ২৮ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে সাইনবোর্ডে ব্লকেড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করে তারা।

এদিকে হঠাৎ করে মহাসড়কে অবরোধ শুরু হলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান।