নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ জুন ২০২৫

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, সাবেক সভাপতি ও সম্পাদকদের নিন্দা

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২৩:৪১, ৩০ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, সাবেক সভাপতি ও সম্পাদকদের নিন্দা

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে র্দুবৃত্তদের হামলায় ঘটনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।


বুধবার (৩০ অক্টোবর) নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আইউব, হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, রুমন রেজা ও খন্দকার শাহ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক কাশেম হুমায়ন, এহসানুল হক বাবু, মোস্তফা করিম, মনিরুল ইসলাম, নাফিজ আশরাফ ও হাসানুজ্জামান ভুইয়া শামীম।


উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। পরে রাতেই হামলার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

সম্পর্কিত বিষয়: