নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ মে ২০২৪

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে হোটেল কর্মচারির আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ১ এপ্রিল ২০২৩

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে হোটেল কর্মচারির আত্মহত্যা

বন্দরে আসাদুজ্জামান (৩৭) নামে এক হোটেল কর্মচারি অজ্ঞাত কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার (৩১ র্মাচ) রাতে যে কোন সময়ে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদস্থ জনৈক সেলিম মিয়ার ভাতের হোটেলের ভিতরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আলমগীর হোসেনসহ সঙ্গীয় র্ফোস  শনিবার (১ এপ্রিল) সকাল  ১০টায় দ্রুত ঘটনাস্থলে এসে হোটেল কর্মচারি ঝুলান্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আত্মহত্যাকারি হোটেল কর্মচারি আসাদুজ্জামান গাজীপুর সদর থানার সাতাইশ ব্যাংকপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে।

এদিকে হোটেল কর্মচারি আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে কাউন্সিলর মোঃ শাহীনসহ স্থানীয় এলাকার কতিপয় ২/১ জন আওয়ামীলীগ নেতা ঘটনাস্থলে এসে আত্মহত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য হোটেল মালিক সেলিমকে ১৫ হাজার টাকা জোগার করতে বলে।

এ ঘটনায় উপস্থিত গনমাধ্যমকর্মীরা ১৫ হাজার টাকা দিয়ে কি হবে জানতে চাইলে ওই সময় কাউন্সিলর শাহীন ও তার এক পালিত দালাল গনমাধ্যমকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে বলে প্রত্যেক্ষদৃশিরা এ কথা জানায়।   

এলাকাবাসী তথ্য সূত্রে আরো জানা গেছে, বন্দর শাহীমসজিদ এলাকার মৃত বিল্লাল হোসেন মিয়ার নিরিহ ছেলে সেলিম মিয়া বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে দীর্ঘ দিন ধরে ভাতের হোটেল দিয়ে ব্যবসা চালিয়ে আসছে।

গত ৩ দিন পূর্বে হোটেল মালিক সেলিম মিয়া প্রয়োজনিয় এক কাজে নারায়ণগঞ্জ শহরে আসলে ওই সময় আসাদুজ্জামান হোটেল মালিক সেলিমের নিকট সাহায্য চায়। ওই সময় হোটেল মালিক সেলিম মিয়া আসাদুজ্জামানকে বলে কাজ করতে পারনা।

ওই সময় আসাদুজ্জামান প্রতিউত্তরে বলে কেউ আমাকে কাজ দেয়না। স্ত্রী চলে গেছে। মা বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই সময় সেলিম মিয়া আসাদুজ্জামানকে তার দোকানে কাজের কথা বললে সে কাজ করতে রাজি হয়। গত ৩ দিন ধরে আসাদুজ্জামান বন্দর শাহীমসজিদ এলাকার সেলিম মিয়ার ভাতের হোটেলে কাজ করছে।

এর ধারাবাহিকতায় গত শুক্রবার (৩১ র্মাচ) রাতে যে কোন সময়ে অজ্ঞাত কারনে হোটেল কর্মচারি আসাদুজ্জামান হোটেলের আড়ার সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, হোটেল কর্মচারি মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই বুঝা যাবে হত্যা না আত্মহত্যা।